সংগঠনের পথচলার সূচনাকারী অগ্রদূতরা

👉 প্রতিষ্ঠাকালীন সদস্য

প্রতিষ্ঠাকালীন সদস্যরা হলেন সেই সব গর্বিত মানুষ, যাঁরা সংগঠনের ভিত্তি স্থাপন করেছেন এবং প্রথম পথচলার সাহসিকতা দেখিয়েছেন। তাঁদের স্বপ্ন, পরিকল্পনা এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এই সংগঠন একটি সুদৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে। আমরা তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করছি।

কাজের মূল দিকনির্দেশনা ও মূল্যবোধ

কাজ হলো আমাদের দায়বদ্ধতা ও কর্তব্য পালন করার মাধ্যম। প্রত্যেক সদস্যকে তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, যাতে সংগঠন সুষ্ঠুভাবে চলতে পারে। কাজের সফলতা আসে সুপরিকল্পনা, সময়ানুবর্তিতা এবং দলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে। পাশাপাশি সততা, দায়বোধ এবং নিয়মিত পর্যালোচনা কাজের মান উন্নত করে। সমস্যা সমাধানে সক্রিয় থাকা এবং নতুন উদ্ভাবনী চিন্তা গ্রহণ করাও গুরুত্বপূর্ণ, যা সংগঠনের অগ্রগতির পাথেয় হিসেবে কাজ করে।

প্রতিষ্ঠাকালীন সদস্য

প্রতিষ্ঠাকালীন সদস্যরা তাঁদের অমূল্য অবদান, নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে সংগঠনের ভিত্তি স্থাপন করেছেন। তাঁদের চেষ্টা ও পরিশ্রম আজকের সংগঠনকে শক্তিশালী করেছে।

ছবি নাম পদবী ফোন
মোঃ মাঈন উদ্দিন খাঁন প্রতিষ্ঠাকালীন সদস্য 01820866337
মো. নুর নবী রবিন প্রতিষ্ঠাকালীন সদস্য 01814417778
মোঃ দেলোয়ার হোসাইন প্রতিষ্ঠাকালীন সদস্য 01879516112
কামরুল হাছান প্রতিষ্ঠাকালীন সদস্য 01833032576
সাইফুল ইসলাম প্রতিষ্ঠাকালীন সদস্য 01849618362
রোবেল হাসেম প্রতিষ্ঠাকালীন সদস্য 01843983964
ওমর ফারুক প্রতিষ্ঠাকালীন সদস্য 0100000000

 

মোঃ মাঈন উদ্দিন খাঁন
প্রতিষ্ঠাতা
উড়িরচর সমাজকল্যাণ ছাত্র ইউনিটি
আমাদের দর্শন
আমরা বিশ্বাস করি, সমাজের গরীব ও দরিদ্র মানুষেরাও যেন তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিতভাবে পায়। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এ যাত্রায় সহযাত্রী হয়েছেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ।

যোগাযোগ করুন

+880 1820-866337
admin@uss-unity.org
বাংলা বাজার, উড়িরচর,
সন্দ্বীপ, চট্টগ্রাম।
Responsive Footer