আপনার কোনো কৌতূহল আছে?

উড়িরচর সমাজকল্যাণ ছাত্র ইউনিটি কবে প্রতিষ্ঠিত হয়?

এই সংগঠনটি ২০১৬ সালের ২১ জুন প্রতিষ্ঠিত হয়।

সংগঠনটি কী ধরনের সংগঠন?

উড়িরচর সমাজকল্যাণ ছাত্র ইউনিটি একটি অরাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন।

সংগঠনের প্রধান উদ্দেশ্য কী?

সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও অনাথ শিশুদের শিক্ষা, পুষ্টি ও আশ্রয় দিয়ে তাদের জাতির সম্পদে পরিণত করা এবং সমাজে ন্যায়বিচার, মানবতা ও সচেতনতা সৃষ্টি করা।

উড়িরচর সমাজকল্যাণ ছাত্র ইউনিটি কত ধরনের সদস্যপদ প্রদান করে?

সংগঠনটি চার ধরনের সদস্যপদ প্রদান করে: সাধারণ সদস্য, সহযোগী সদস্য, সম্মানিত সদস্য এবং আজীবন সদস্য।

সংগঠন মাদক ও অপরাধ রোধে কী ভূমিকা রাখে?

সংগঠনটি মাদকাসক্ত ও অপরাধপ্রবণ ব্যক্তিদের পুনর্বাসন, সচেতনতা সৃষ্টি, বিনোদনমূলক কর্মসূচি ও কর্মসংস্থানের মাধ্যমে সুস্থ জীবনে ফেরানোর চেষ্টা করে।

 

মোঃ মাঈন উদ্দিন খাঁন
প্রতিষ্ঠাতা
উড়িরচর সমাজকল্যাণ ছাত্র ইউনিটি
আমাদের দর্শন
আমরা বিশ্বাস করি, সমাজের গরীব ও দরিদ্র মানুষেরাও যেন তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিতভাবে পায়। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এ যাত্রায় সহযাত্রী হয়েছেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ।

যোগাযোগ করুন

+880 1820-866337
admin@uss-unity.org
বাংলা বাজার, উড়িরচর,
সন্দ্বীপ, চট্টগ্রাম।
Responsive Footer