সাবেক কমিটি

সম্মান, নেতৃত্ব, এবং পথপ্রদর্শনের ইতিহাস সাবেক কমিটির সদস্যরা তাঁদের দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সংগঠনের ভিত্তি গড়ে তুলেছেন। তাঁদের অবদান আজকের অগ্রগতির পাথেয়। তাঁদের ত্যাগ, পরিশ্রম ও সিদ্ধান্তগুলোর কারণেই সংগঠন আজ এই অবস্থানে পৌঁছেছে। আমরা কৃতজ্ঞ এবং তাঁদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

পূর্ববর্তী কমিটির স্মরণে ও সম্মানে

সাবেক কমিটির সদস্যরা তাঁদের দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সংগঠনের ভিত্তি গড়ে তুলেছেন। তাঁদের অবদান আজকের অগ্রগতির পাথেয়।

তাঁদের ত্যাগ, পরিশ্রম ও সিদ্ধান্তগুলোর কারণেই সংগঠন আজ এই অবস্থানে পৌঁছেছে। আমরা কৃতজ্ঞ এবং তাঁদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

উড়িরচর সমাজকল্যাণ ছাত্র ইউনিটি
সাবেক কমিটির তালিকা

ছবি নাম পদবী ফোন
Mohammad Shahin Alam সভাপতি 01861-819174
Tipu Sultan সহ-সভাপতি 01644-636744
Amzad Hossain সহ-সভাপতি 01891-642864
Muntasir Alam Alvi সাধারণ সম্পাদক 01316-989589
Karim Ullah সহ-সাধারণ সম্পাদক 01612-692143
Sharif Hossain অর্থ সম্পাদক 01839-046470
Nazim Uddin প্রচার সম্পাদক 01865-258216
Jahed Hasan সহ প্রচার সম্পাদক 01885-679146
M H Milad ক্রিয়া সম্পাদক 018774-89071
Saddam Hosen সাহিত্য সম্পাদক 01876-099834
Hasan Jafor সাংস্কৃতিক সম্পাদক 01874-489027

 

মোঃ মাঈন উদ্দিন খাঁন
প্রতিষ্ঠাতা
উড়িরচর সমাজকল্যাণ ছাত্র ইউনিটি
আমাদের দর্শন
আমরা বিশ্বাস করি, সমাজের গরীব ও দরিদ্র মানুষেরাও যেন তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিতভাবে পায়। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এ যাত্রায় সহযাত্রী হয়েছেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ।

যোগাযোগ করুন

+880 1820-866337
admin@uss-unity.org
বাংলা বাজার, উড়িরচর,
সন্দ্বীপ, চট্টগ্রাম।
Responsive Footer